মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। গতকাল বুধবার এই হামলা চলাকালে বেশ কিছু বন্দুকধারী টেলিভিশন স্টেশনের ভবনটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুঝিয়ানি। পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এরা দুজনই নিহত হয়েছে। আরো এক বা দুজন এখনও টেলিভিশন স্টেশনের ভেতরে রয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ছিল বলেও জানিয়েছে পুলিশ। তবে রাজধানী কাবুল থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সম্ভবত তিনজন নিহত হয়েছে এবং আরো নয়জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আতাউল্লাহ বলেন, তারা কারা, তাদের লক্ষ্যস্থল কী, এসব পরিষ্কার নয়। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।