Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি মওদুদ আহমদ

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির রাষ্ট্র পরিচালনায় দেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ কে যারা অন্তঃসারশুন্য বলে সমালোচনা করছেন তারা নিজেরাই অন্তঃসারশুন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ভিশন ২০৩০ তে সমঝোতার কথার ব্যাখায় বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক বলেন, সমঝোতার কথা বলি রাজনীতিক কারণে, কৌশলের কারণে। কিন্তু এর উত্তর আসতে হবে রাস্তায়, মাঠে। আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এটা আদায় করা হবে। তিনি আরও বলেন, মনে করেন না আমরা বসে আছি। আমরা নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবো। আমরা বলবো, কীভাবে এ সহায়ক সরকার গঠন করা যাবে। যে সরকারের অধীনে দেশের সকল মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন সহায়ক সরকার: সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম নামে বিএনপিপন্থি একটি সংগঠন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা  যে সুস্থ গণতন্ত্র সহায়ক সরকারের কথা বলি, সে সহায়ক বলেন, তত্ত¡াবধায়ক বলেন, নির্দলীয় বলেন; যাই বলেন না কেন, আমরা এমন একটি সরকারের অধীনে নির্বাচন চাই যে সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ নির্বাচনে থাকবে না। নির্বাচনের ফলাফলের প্রতি হস্তক্ষেপ থাকবে না। আমরা এটার আলাদা রূপরেখা দেবো।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ এর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, অত্যন্ত দুঃখ লাগে, ভিশন ২০৩০ তখনও শেষ করেননি বা শেষ করেছেন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিলো এটা একটা অন্তঃসারশুন্য। যারা এ কথাটা বলেছেন তারা নিজেরাই অন্তঃসারশুন্য। তিনি বলেন, তারা যদি সত্যিকার অর্থে গঠনমূলক রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে ভিশন ২০৩০ কে অভিনন্দন জানাতো। এটাকে এপ্রিশিয়েট করতে পারতো।
মওদুদ বলেন, গত ৪০ বছরে কোনো রাজনৈতিক দল এ ধরণের চিত্র তুলে ধরে নাই। তাদের এ প্রতিক্রিয়া ঠিক হয় নাই। এটা পড়ে দেখে সুনির্দিষ্টভাবে বলা উচিত ছিলো। কোন বিষয়ে আমরা সঠিক বলি নাই সেই বিষয় চিহ্নিত করে বলা উচিত ছিল। তাহলে ভাল হতো।
গত কয়েক বছরে সব কিছু হারিয়ে গেছে দাবি করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, কত বছর গেলো, ২০০৯ সাল থেকে প্রায় ১০ বছর। আমরা আপিল বিভাগ থেকে, সুপ্রিম কোর্ট আমাদের দলের কোনো নেতার পক্ষে কোনো সাবস্ট্রাক্টিভ জাজমেন্ট আমরা পাই নাই। বরং দেখেছি মাহমুদুর রহমান মান্নাকে কতবার হাইকোর্ট জামিন দিয়েছে, স্থগিত হয়েছে, কতবার তারিখ পাল্টিয়েছে। আর একটা দিনও যদি মান্নাকে বেশি রাখা যায় (কারাগারে) তাইলে বোধহয় একটা বিরাট কিছু। সে রকম আমাদের হাজার হাজার নেতাকর্মীদের বিষয়ে একই জিনিস। ড.  মোশাররফ হোসেন চারবার জামিন পেয়ে বের হতে পারেননি। বিরোধীদলের নেতা বলে তাকে  জেল খাটতে হয়েছে।’
আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ভিশন ২০৩০ দেয়ার পর মানুষের আলাপ আলোচনায় যা বুঝেছি তাতে মনে হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা কাঁপুনি ধরেছে। আগামী দিনগুলোতে বিরোধী দলগুলো কৌশল ঠিক করতে পারলে এই অনৈতিক সরকারের পরিবর্তন অনিবার্য।
জাতীয় নির্বাচনের বিষয়ে দুদু বলেন, নির্বাচনতো করবোই। বিএনপি নির্বাচন করবে। তবে এই সরকার তথা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। যে নির্বাচন হবে সেটা ২০১৪ সালের মতো নয়। কারণ ভারত যা নেয়ার তা নিয়ে নিয়েছে। এখন তারা তারা একটা জনবান্ধব সরকারের সঙ্গে থাকতে চায়। পরিবর্তন অনিবার্য। সামনের দিনগুলো আমাদের।
আলোচনায় নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে।  বেশিরভাগ ভূমিকা বিএনপির লাগবে। নির্বাচন সহায়ক সরকার বলেন আর যাই বলেন রূপরেখা আপনাদেরকে (বিএনপি) দিতে হবে। লড়াইয়েও থাকতে হবে আবার সমঝোতার কথা বলতে হবে। এখন কি আপনারা আন্দোলন করবেন নাকি সমঝোতা করবেন সেটাও আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সহায়ক সরকারের কথা বলেন-তাহলে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে বাদ দিতে পারবেন না। তাই আন্দোলন এবং সমঝোতা দুটো নিয়েই ভাবতে হবে।
সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল ও ড. এসএম হাসান তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ