মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১১ চীনা ও দক্ষিণ কোরীয় শিশু নিহত হয়েছে। নিহতদের সবাই শ্যাংডং প্রদেশের ওয়েইহাই ঝংশি সাউথ কোরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের কিন্ডারগার্টেন শিক্ষার্থী। গত বুধবার স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে শিক্ষার্থীদের বহনকারী বাসটি। সকাল ৯টার দিকে তাওজাইকুয়াং সুড়ঙ্গপথে বাসটি সজোরে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন থেকে ছয় বছর বয়সী ১১টি শিশু নিহত ও একজন শিক্ষক গুরুতর আহত হন। ওয়েইহাই শহরের প্রচার বিভাগ জানায়, দুর্ঘটনায় নিহত পাঁচটি শিশু কোরিয়া ও ছয়টি শিশু চীনের নাগরিক। তবে কুইংদাও শহরের দক্ষিণ কোরীয় কনস্যুলেট অফিস জানায়, নিহতদের ১০ জনই দক্ষিণ কোরীয় নাগরিক, যাদের মধ্যে পাঁচটি শিশুর দ্বৈত নাগরিকত্ব ছিল। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হুয়াং কিউ আন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।