Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম নগরীর পানিবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন -চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর পানিবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। চেম্বার সভাপতি খলিলুর রহমান পানিবদ্ধতাকে নগরবাসীর এ মুহূর্তে প্রধান সমস্যা উল্লেখ করে এতে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে যে অপূরণীয় ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেন।
গতকাল (রোববার) এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ের বর্ষণের ফলে গোটা নগরীতে ভয়াবহ পানিবদ্ধতার সৃষ্টি হয়। ফলে রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্য, ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। সীমাহীন কষ্টের মাঝে নগরবাসীকে থাকতে হয়েছে কয়েক দিন। জোয়ারে প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। মহানগরীতে এমনিতেই যানজটের কারণে নগরবাসী অতিষ্ঠ, সেখানে পানিবদ্ধতা জীবনযাত্রাকে আরও দুর্বিসহ করে তুলেছে। স্কুল-কলেজ পড়–য়া ছেলে-মেয়েদের যাতায়াত, অফিস-আদালত ও কর্মক্ষেত্র যাতায়াতসহ সর্বক্ষেত্রে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। প্রতিবছর নগরীর নালা-ও নর্দমা থেকে মাটি উত্তোলন করা হলেও পানি নিষ্কাশনের জন্য নির্মিত নালা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিগত ৩০ বছরেও পানিবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ প্রয়োজনের তুলনায় যথেষ্ট হয়নি। নানা ধরনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হলে সমস্যা কমবে। যত্রতত্র নালা- নর্দমা দখল, অবৈধভাবে নানা স্থাপনা তৈরী, দখলদারিত্ব ইত্যাদির ফলে পানি বের হবার স্বাভাবিক পথ প্রায় বাধাগ্রস্ত।
এমতাবস্থায় এ পানিবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে বাঁচাতে হলে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদদের মতামত সমন্বয়ের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত নালা-নর্দমাগুলো পরিষ্কারের ব্যবস্থা অব্যাহত রাখা হলে এ সমস্যার সমাধান বহুলাংশে সম্ভব বলে মন্তব্য করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ