Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নালিশ পার্টি নয় আ’লীগই ভিক্ষুক পার্টিতে পরিণত হয়েছে -মীর নাছির

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বিএনপি নালিশ পার্টি নয় বরং আওয়ামী লীগই ভিক্ষুক পার্টিতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার নগর আওয়ামী লীগের এক সভায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে জাতীয় নালিশ পার্টি হিসেবে আখ্যায়িত করেন। এর প্রতিউত্তরে গতকাল (রোববার) নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলার সাংগঠনিক সফর টিমের সাথে এক মতবিনিময় সভায় মীর নাছির একথা বলেন।
মীর নাছির বলেন, আওয়ামী লীগ সরকারের অব্যাহত নতজানু ও তাঁবেদারী পররাষ্ট্রনীতি, ভারতের সাথে একের পর এক দেশ বিরোধী চুক্তি, তিস্তার পানি পাবে না জেনেও মমতার মত একজন মুখ্যমন্ত্রীর কাছে দেশের আত্মমর্যাদা বিসর্জন দেয়া, ক্ষমতায় আঁকড়ে থাকতে প্রতিনিয়ত দিল্লির করুণা ভিক্ষার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিজেদেরকে রাজনৈতিক দলের পরিবর্তে ভিক্ষুকের দলে রূপান্তরিত করেছে।  
তিনি বলেন, সমগ্র জাতিকে অন্ধকারে রেখে শুধুমাত্র ক্ষমতার লোভে শেখ হাসিনা দিল্লির দরবারে স্বাধীন বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। অথচ দেশে আসার পর যারাই দেশ বিরোধী চুক্তির বিষয়ে জানতে চেয়েছেন তাদেরকে প্রকাশ্যে ধমক দিয়ে বসিয়ে দিয়ে চুক্তির বিষয় পাশ কাটিয়ে মুখরোচক গল্প বলেছেন। কি দিয়ে এসেছেন তা যেমন গোপন করেছেন তেমনি চুক্তির বিনিময়ে কি আনতে পেরেছেন তা বলতে পারেননি। আওয়ামী লীগের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় উল্লেখ করে মীর নাছির বলেন, এভাবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একদিন লেনদুপ দর্জির ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ রক্ষার আন্দোলন সর্বাত্মকভাবে সফল করতে হবে।  
সভায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৩ মে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে কর্মীসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে জেলা ও ইউনিটসমূহের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে তৃণমূল পর্যায়ে ব্যাপক যোগাযোগ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি সার্বিকভাবে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ