Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিশ্চিত স্টোকস!

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন বেন স্টোকস, তার অলরাউন্ড নৈপুণ্যেই ম্যাচে ৩ উইকেটের জয় পায় রাইজিং পুনে সুপারজায়ান্ট। কিন্তু ওই ম্যাচে পাওয়া কাঁধের চোটে গোটা আইপিএলেই অনিশ্চিত হয়ে পড়েছেন এই ইংলিশ ক্রিকেটার। শুধু তাই নয়, ঘরের মাঠে পহেলা জুন থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকা এই অলরাউন্ডারকে ইংল্যান্ড পাবে কিনা, সেটা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে, কাঁধের পেশিতে যে চোট পেয়েছেন স্টোকস, সেটা গ্রেড-১ পর্যায়ের। পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ ধরনের চোট কাটিয়ে উঠতে যথেষ্টই সময় লাগে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে যাওয়া ইংল্যান্ডের জন্য খবরটা বেশ হতাশারই। গোটা বিষয়টা ১৪ কোটি রুপি খরচ করে তাকে দলে ভেড়ানো পুনের জন্য কম হতাশার নয়। এমনিতেই পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই দলটি। এর মধ্যে আবার মাঠে পাওয়া যাচ্ছে না ব্যাটে-বলে অন্যতম ভরসা স্টোকসকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিশ্চিত

১১ অক্টোবর, ২০২২
২২ এপ্রিল, ২০২২
২৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ