Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারের বৃত্তে ভিক্টোরিয়া ০ রাজ্জাকের ৫ উইকেট শুভ’র অলরাউন্ডে মোহামেডানের বড় জয়

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সামছুর রহমান শুভ’কে টপ অর্ডার ব্যাটসম্যান বলেই চেনেন সবাই। পাশাপাশি টুক টাক বোলিংও করতে পারেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১০ ম্যাচে সর্বসাকুল্যে বল করেছেন ৯৪ ওভার। বোলিং কোটা পার করেছেন, অতীতে এমন রেকর্ড নেই তার। অতীতে ১০৯ ম্যাচে ৭ উইকেট নিয়ে নিজেও নিজেকে ভাবেননি বোলার হিসেবে। অথচ, জোড়াতালি মার্কা দল ভিক্টোরিয়াকে পেয়েই গতকাল সেই সামছুর রহমান শুভ পুরো ১০ ওভার করেছেন বল, তাতেই হয়েছে ক্যারিয়ার সেরা বোলিং (২/৩০)। বিকেএসপি ফোর এ দুই বাঁ-হাতি স্পিনার তাইজুল (৪/৩৭), এনামুল জুনিয়রের সঙ্গে সামছুর রহমান শুভ’র এই বোলিং কম্বিনেশনে ভিক্টোরিয়াকে ১৫৪ রানে গুটিয়ে দিয়ে বিশাল জয় (৭ উইকেট) পেয়েছে মোহামেডান। ৫০ বলে ৪র্থ উইকেট জুটির অবিচ্ছিন্ন ৭২ রানে নেতৃত্বই শুধু দেননি, সামছুর রহমান শুভ’র হার না মানা ৭৪ রানে (৭৭ বলে ৭ চার ২ ছক্কা) ১২০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে মোহামেডান। ৩০তম ওভারে অভিষেক মিত্রকে পর পর ২টি বাউন্ডারিতে ফিনিশার চরিত্রে আবির্ভূত হয়েছেন এই টপ অর্ডার। মোহামেডানের এটি ৫ম ম্যাচে ৩য় জয়। অন্যদিকে গতবারের তৃতীয় স্থান অর্জনকারী দল ভিক্টোরিয়া হারের বৃত্তে বন্দী। উপর্যুপরি ৫ম হার তাদের।
বয়স ৩৫ ছুঁই ছুঁই, অনানুষ্ঠানিকভাবে ২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একপ্রকার ফেয়ারওয়েল হয়ে গেছে বাঁ-হাতি স্পিনার রাজ্জাক রাজের। তবে বোলিংয়ের ধার কমেনি এতটুকু। প্রথম শ্রেণির ম্যাচে ৫’শর ল্যান্ডমার্ক থেকে ৩০ উইকেট দূরে থাকা রাজ লিস্ট ‘এ’ ক্রিকেটেও ছড়াচ্ছেন রীতিমতো আতঙ্ক। শেখ জামাল হাসছে অধিনায়ক রাজের বোলিংয়ে। ইতোমধ্যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ৫ ম্যাচে শিকার করেছেন ১৬ উইকেট। গতকাল ফতুল্লায় লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৮ম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন (৫/২২)। তাতেই এই মর্যাদার ক্রিকেটে ৪’শ থেকে ৩০ উইকেট দূরে রাজ। গতকাল তার বোলিংয়ে পারটেক্স থেমেছে ২০১/১০ এ। জবাব দিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৮ বল হাতে রেখে জিতেছে ৩ উইকেটে। তা সম্ভব হয়েছে ওপেনিং জুটির ৬৩ এবং ওপেনার মাহাবুবুল করিম মিঠুর ৪২ রানে। ৫ম রাউন্ড শেষে ৪ জয়ে পয়েন্ট তালিকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব উঠে এসেছে ৩য় স্থানে। এদিকে নবাগত পারটেক্স হারের বৃত্ত ভাঙ্গতেই পারছে না।
বিকেএসপি ‘থ্রি’ তে এদিন ফরহাদ হোসেন (৬৭), মাইশুকুরের (৮৪) ফিফটিতে ভর করে ২৬৭/৬ স্কোর পুঁজিকে ৭১ রানের বড় জয়ে পরিণত করেছে ব্রাদার্স ইউনিয়স। মিডল অর্ডার ব্যাটসম্যানদের লজ্জা দিয়েছে এই ম্যাচে খেলাঘরের নবম জুটি। নাজিমুদ্দিন-ডলার মাহামুদের ৭৭ রানে ব্যবধান কমাতে পেরেছে শুধু খেলাঘর। আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেট পাওয়া (৪/২১) ব্রাদার্সের বাঁ হাতি স্পিনার নিহাদুজ্জামান এদিন শিকার করেছেন ৩ উইকেট (৩/৩৭)। ব্রাদার্সের এটি ৫ম ম্যাচে ২য় জয়, খেলাঘরের ৩য় হার।


৫ম রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
ক্লাব ম্যাচ জয় হার পয়েন্ট
প্রাইম ব্যাংক ৫ ৫ ০ ১০
গাজী গ্রæপ ৫ ৫ ০ ১০
শেখ জামাল ৫ ৪ ১ ৮
আবাহনী ৫ ৩ ৩ ৬
দোলেশ্বর ৫ ৩ ২ ৬
মোহামেডান ৫ ৩ ২ ৬
রূপগঞ্জ ৫ ৩ ২ ৬
ব্রাদার্স ৫ ২ ৩ ৪
কলাবাগান ৫ ১ ৪ ২
খেলাঘর ৫ ১ ৪ ২
ভিক্টোরিয়া ৫ ০ ৫ ০
পারটেক্স ৫ ০ ৫ ০


স ং ক্ষি প্ত স্কো র
ভিক্টোরিয়া-মোহামেডান
ভিক্টোরিয়া স্পোর্টিং : ১৫৪/১০ (৪০.০ ওভার), রুবেল ৪২, রবীন বিথ ২১, মইনুল ২৭, আজিম ১/৩৫, তাইজুল ৪/৩৭, সামছুর রহমান শুভ ২/৩০, এনামুল জুনি. ৩/৩১।
মোহামেডান স্পোর্টিং : ১৫৮/৩(৩০.০ ওভার), রনি তালুকদার ১৯, সামছুর রহমান শুভ ৭৪*, রকিবুল ২০, অভিষেক মিত্র ৩৯*, রবীন ১/৩৮, মইনুল ১/৪৮, মুনীর ১/১৯।
ফল : মোহামেডান স্পোর্টিং ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সামছুর রহমান শুভ (মোহামেডান)।

ব্রাদার্স-খেলাঘর
ব্রাদার্স ইউনিয়ন : ২৬৭/৬(৫০.০ ওভার), মিজানুর ৪৮, ফরহাদ হোসেন ৬৭, মাইশুকুর ৮৪, তানভীর ৩/৪৯, মাসুম খান ১/২৯, রেজাউল করিম ১/৪৬, তানবীর ৩/৪৯, নাজমুস সাদত ১/৪২।
খেলাঘর সমাজকল্যাণ : ১৯৬/৯(৫০.০ ওভার), নাফিস ইকবাল ২২, নাজিমুদ্দিন ৬৮, ডলার মাহামুদ ৫৩*, নিহাদুজ্জামান ৩/৩৭, অলক কাপালী ২/২৪, বিশলা ২/২৪।
ফল : ব্রাদার্স ইউনিয়ন ৭১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মাইশুকুর রহমান (ব্রাদার্স)।

শেখ জামাল ধানমন্ডি-পারটেক্স
পারটেক্স স্পোর্টিং : ২০১/১০(৪৬.৩ ওভার), জনি তালুকদার ৬৫, সাজ্জাদ ২৬, ডগরা ৩০, রাজ্জাক ৫/২২, তানবীর ২/৪৭, শাহাদাত রাজিব ১/২৪, সোহাগ গাজী ১/৪১।
শেখ জামাল ধানমন্ডী ক্লাব : ২০২/৭ (৪৫.২ওভার), ফজলে রাব্বী ২৬, মিঠু ৪২, সোহাগ গাজী ৩১, তানবীর ৩৪, ইলিয়াস সানি ২৩, মামুন ৩/৩৭, নুরুজ্জামান মাসুম ২/৪৩, রাজিবুল ১/৩৪।
ফল : শেখ জামাল ধানমন্ডী ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আবদুর রাজ্জাক (শেখ জামাল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ