Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নড়াইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ : আটক ১

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আশ্রম রোড এলাকায় এক পক্ষের হামলায় কলেজছাত্র নাসির উদ্দিন ও শামীম গুরুতর আহত হয়। এদের মধ্যে নাসির উদ্দিনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আরমান নামের এক ছাত্রলীগ কর্মী নিখোঁজ রয়েছেন বলে পরিবার ও কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে।
এদিকে, আহত নাসিরের স্বজনরা দাবি করেছেন, ‘নাসির কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তাকে অকারণে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে’। নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাসান বলেন, ‘এটা ছাত্রলীগের কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, ব্যক্তিগত অথবা অন্য কোনো ঘটনার কারণে সংঘর্ষ হতে পারে। এ ঘটনায় পুলিশ নয়ন নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে’।
নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় শহরে পুলিশ তৎপর রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজনকে আটক করা হয়েছে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ