Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নড়াইলে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:১৯ এএম

নড়াইলের নবগঙ্গা নদীতে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আট জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা এই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মা-ছেলে হলেন- উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, মৃত বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগমের দাদি মারা যাওয়ার খবরে রাতেই স্বজনদের নিয়ে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছেলে নাসিমও ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমার দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। সাঁতরে বেশ কয়েকজন পাড়ে উঠতে পারলেও ১০-১২ জনের খোঁজ পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের লাশ উদ্ধার করেন।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ