Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নড়াইল-যশোর-খুলনা-মাগুরা রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল-যশোর-খুলনা-মাগুরাসহ নড়াইলের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই গত রোববার সকাল ৬টা থেকে সাধারণ শ্রমিকেরা নড়াইল থেকে যশোর-খুলনা-মাগুরাসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন। এ কারণে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি ছাদেক আহম্মদ খান জানান, কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বাস ধর্মঘটের ডাক দেয়।
এ দিকে নড়াইল-যশোর রুটের কয়েকজন বাস শ্রমিক জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া পেশাদার বা অপেশাদার চালক গাড়ি চালালে কারাদন্ড ও জরিমানার বিধান রেখে গত ২৭ মার্চ মন্ত্রিসভায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় বাস ধর্মঘটের ডাক দেন তারা। এ সভায় আরো যেসব আইনের কথা বলা হয়েছে, সেসব আইনও বাস চালকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেন শ্রমিকেরা। এক্ষেত্রে আগের আইন বহাল রাখার দাবি করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ