Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নড়াইলে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ পাঁচজন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল সদর উজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন উপলক্ষে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চন্ডিবরপুর ইউনিয়নের পাঁচজন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চালিতাতলা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, মোঃ মেহেদী হাসান, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র, প্রাক্তন প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহা, প্রলয় কান্তি সমাদ্দার, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ তারিকুল ইসলাম, চন্ডিবরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সৈয়দ খানজাহান আলী, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, চালিতাতলা বাজার জামে মসজিদের ঈমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ, নড়াইল সদর থানার এসআই শেখর চন্দ্র মল্লিক প্রমুখ।
সমাবেশে চন্ডিবরপুর ইউনিয়নের পাঁচ মাদক ব্যবসায়ী পাইকমারী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫), সাইদুলের ছেলে রউফ (৩২), হালিম মিয়ার ছেলে ফিরোজ (২৮), ফেদীগ্রামের পাচু মিয়ার ছেলে রকিব (২৬) ও নিধিখোলা গ্রামের হামিদ শেখের ছেলে নাজমুল (৩১) পুলিশের কাছে আত্মসমর্পণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নড়াইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ