Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে মানব পাচারের গডফাদার হাকিম মাঝি গ্রেপ্তার

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : সাগরপথে শাহপরীর দ্বীপ-মালয়েশিয়া মানবপাচার রুট আবিষ্কারকদের অন্যতম এবং টেকনাফের আলোচিত মানব পাচারের গডফাদার নুর হাকিম মাঝিকে (৫২) অবশেষে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। তিনি শাহপরীর দ্বীপের মৃত আবদুল গণি প্রকাশ গনু মিয়ার ছেলে। ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝরপাড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, আলোচিত নুর হাকিম মাঝিকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের ২টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, সে দীর্ঘদিন পলাতক ছিলেন, অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট হতে যে কয়জন ট্রলার মাঝি থাইল্যান্ড সীমান্ত হয়ে মালয়েশিয়া মানবপাচার শুরু করেছিল তাদের মধ্যে নুর হাকিম মাঝি অন্যতম বলে জানা গেছে। এর আগেও একবার সে পুলিশের হাতে আটক হয়েছিল। সে আলোচিত পোয়া মাঝির নিকটাত্মীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফ

৪ অক্টোবর, ২০২০
১৫ আগস্ট, ২০২০
১৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ