Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

না’গঞ্জে স্কুল শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিংবিরোধী শপথ

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : মাদক ও ইভটিজিংবিরোধী শপথ করেছে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ আদর্শ স্কুলটির শিক্ষার্থীরা। শনিবার দুপুরে স্কুলটির মিলনায়তনে জেলার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ করেন স্কুলটির শিক্ষার্থীরা। শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ পিপিএম। নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন প্রমুখ। সভায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় মো. আব্দুর রশিদ বলেন, একটি দুর্ঘটনার কারণে একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে। বর্তমানে সড়ক দুর্ঘটনা হচ্ছে সবচেয়ে মহাদুর্যোগ। এই ভিডিওচিত্র দেখে আমরা যা শিখলাম তা অন্যদের জানাতে হবে। মাদকের প্রভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যার সবচেয়ে বড় উদাহরণ ঐশী। মাদকের কারণে মানুষ তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়। তাই আমাদের চোখ কান বন্ধ রাখলে চলবে না মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: না’গঞ্জ

১৩ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ