Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতকে ছাড়াই খেলতে রাজি বাকিরা!

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির রাজস্ব থেকে বড় অঙ্কের অর্থ হারানোয় ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি বর্জন করতে পারে ভারত। এমন খবর গত কয়েকদিন ধরেই প্রচার পাচ্ছে। বিসিসিআইও এমন ধারণা আইসিসির মিটিংয়ের আগে দিয়েছিল। তবে জানা গেছে, আপাতত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিসিআই! নিজেদের স্বার্থের কারণেই বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় ভারত। আগামী ৭ মে স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম) ডেকেছে বিসিসিআই। সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি কি কারণে অর্থ কম পাবে ভারত সেটা নিয়ে আলোচনা করবে। বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘আমরা এসজিএমে বসে দল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। চ্যাম্পিয়নস ট্রফি বর্জনের সিদ্ধান্ত আমাদের ঘরকেই ভেঙে দিবে। সামান্য কারণের জন্য আমরা চ্যাম্পিয়নস ট্রফি বর্জন করতে পারি না। এতে আমাদেরই ক্ষতি হতে পারে। ক্ষতির অঙ্কটা দুই হাজার কোটি রুপীর মত। যদি বোর্ড এ সিদ্ধান্ত নেয় এবং বিদেশি বোর্ডগুলো আইপিএলে খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানায় তখন ক্ষতি আমাদের হবে। আইপিএলের দরজা তখন বন্ধ হয়ে যাবে। এতে পুরো ক্ষতি হবে বিসিসিআইয়ের।’ বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বিনোদ রায় বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিকে এসজিএমে রাজি করানোর চেষ্টা করব। আশা করছি ইতিবাচক কোনো ফল দিতে পারব।’
ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নেয় তাহলে চ্যাম্পিয়নস ট্রফির আমেজ হারাবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাই বলে শুধু মাত্র একটি দলের গোয়ার্তুমির কারণে একটি বৈশ্বিক টুর্নামেন্ট তো আর বাতিল হতে পারে না! এমনই মত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের। অংশগ্রহণকারী ৮ দলের বাকিরা যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের দল দিয়ে দিয়েছে, সেখানে ভারত এখনও চোখ রাঙাচ্ছে আইসিসিকে! ডন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেছেন, ‘আইসিসির বোর্ড সভায় বড় ব্যবধানে ভোটাভুটিতে হারার পর ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়। একটি বিষয় আমি স্পষ্ট করে বলি, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নাও নেয় ভারতকে ছাড়াই প্রায় সবগুলো দলই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। যদি ভারত না খেলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অন্য কোনো দলকে চ্যাম্পিয়নস ট্রফিতে যুক্ত করতে পারে আইসিসি।’
৮৩ বছর বয়সি শাহরিয়ার খান আরও বলেন,‘ভারতের অংশগ্রহণের উপর আইসিসির আয় অনেকটা নির্ভর করে। ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে আইসিসিকে। তবুও আইসিসির সকল দেশ খেলতে প্রস্তুত আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ