Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮ হাজার ক্ষতিগ্রস্তের তালিকা ছাতকে ১২ হাজার হেক্টর ভুমির সাড়ে ৪০০ কোটি টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে এবারে চৈত্র মাসের প্রথম দিকে আসা আগাম বন্যায় ১২ হাজার হেক্টর জমির বোর ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। ফলে উপজেলার ৮৪ হাজার ৪৩০ পরিবারে নেমে চরম অমানিশা। বন্যায় সাড়ে ৪০০ কোটি টাকার ক্ষতির সম্মূখিন হয়েছেন এলাকাবাসী। ১৩ ইউনিয়নও একটি পৌরসভা নিয়ে গঠিত ছাতক উপজেলায় অন্যান্য এলাকার ন্যায় আগাম বন্যায় কৃষকের সব স্বপ্ন স্বাধ ভেঙে দিয়েছে। এখানে পানিতে তলিয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার হেক্টর জমির ফসল। এখানে ৮৪ হাজার ৪৩০টি পরিবার ছাড়াও আদিবাসী সম্প্রদায়ের লোক রয়েছে দুই হাজার ৮২৬ জন। এর মধ্যে অনেক পরিবার ব্যবসা-বাণিজ্য করলেও সমাজের সকল শ্রেণির পরিবার বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে সংশ্লিষ্ট রয়েছেন। অনেকের জমি না থাকলেও জমি প্রান্তিক ও বর্গা নিয়ে ফসল ফলান। এখানে ১২টি খালের প্রায় সবগুলোই এখন কৃষি জমিতে পরিণত হয়েছে। সোয়া তিন লক্ষাধিক জনসংখ্যার এ উপজেলায় জলমহাল রয়েছে ৬০টি। এবারে ১১ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ফসল ফলানো হয়। এতে সাড়ে ৪০০ কোটি টকার চাল উৎপাদন হতো। কিন্তু বন্যায় তাদেরে একেবারে নিঃস্ব করে দিয়েছে। ফলে এখন ধনী-গরিব সবাই যেন এককাতারে এসে দাঁড়িয়েছেন। এর মধ্যে সরকারের বেশ কিছু উদ্যোগে কৃষক যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এখানে ধান না ওঠায় গো-খাদ্য সঙ্কট তীব্রতর হচ্ছে। এ অবস্থায় অনেকে পানির দরে বিক্রি করছেন গবাদিপশু। উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ জানান, ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার কৃষকের নামে জনপ্রতি তিন কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে বরাদ্ধ এসেছে। এগুলো ১২ দিনের মধ্যে বিতরণ করা হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একে বদরুল হক জানান, আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩৮ হাজার ২০৬ জন কৃষককে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষতি

৫ অক্টোবর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ