বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় ১৫ ঘন্টা চেষ্টার পর মোংলা ইপিজেড এ ভারতীয় প্রতিষ্ঠান ‘ভিআইপি লাগেজ’ কারখানার আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রানপণ চেষ্টার পর আজ বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আসার পর সকাল থেকে চলছে তল্লাশী ও ডাম্পিংয়ের কাজ। আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কমপক্ষে দেড়শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভিআইপি লাগজ এর কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কারখানার ১ নম্বর ইউনিটে হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। এ সময় শ্রমিক কর্মচারী ছুটোছুটি করতে থাকে। তবে দ্রুত ইপিজেডে থাকা সকল কারখানার শ্রমিকদের ছুটি ঘোষণা দিয়ে বের করে দেয়ার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাগেজ ও ব্যাগ তৈরীর কারখানায় লাগা এই আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে কারখানাটির সব কিছু পুরে ছাই হয়ে যায়।
আজ বুধবার বিকালে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও লাগেজ কোম্পানীর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ভোর ৬ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। তবে কারখানাটির পিছনের দিকে কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসকর্মীদের কাজ এখনও অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটিতে ফেব্রিকস ও প্লাস্টিক জাতীয় পণ্য থাকায় আগুন নিভতে সময় লেগেছে। এ প্রতিষ্ঠানের ৮টি কারখানায় কর্মরত ৫৮০০ জন শ্রমিকদের দুই দিনের ছুটি দেয়া হয়েছে। কমপক্ষে দেড়শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা খানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ফ্যাক্টরীটির এসিস্ট্যান্ট ম্যানেজার আশীষ কুমার কর্মকার এ জিডি করেন। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে জিডিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।