Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেদী মারুফের সেঞ্চুরি ০ প্রাইম ব্যাংকের জয়যাত্রা অব্যাহত জয়ে ফিরল মোহামেডান

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও যে দলটি ছিল ছন্নছাড়া তামীম,মিরাজ,শুভাশিষকে ছাড়াই সেই মোহামেডান ফিরেছে ছন্দে। প্রথম তিন ম্যাচের ২টি হেরে দূর্ভাবনায় ফেলে দেয়া ঐতিহ্যবাহী দলটি গতকাল সমর্থকদের দিয়েছে স্বস্তির নিশ্বাস। ফতুল্লা স্টেডিয়ামে বাঁ হাতি স্পিনার এনামুল জুনিয়রের বোলিংয়ে (৩/৩৩) খেলাঘরকে ১৮৯ রানে অল আউট করে ৩১ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে মোহামেডান। তামীম চলে যাওয়ায় অধিনায়কের দায়িত্বটা রকিবুল পেয়েই খেলেছেন ম্যাচ উইনিং ইনিংস ( ৯২ বলে ৬ চার ৩ ছক্কায় ৭৬ রান)। শেষ ৩৬ বলে ১৬ রানের টার্গেট পাড়ি দিতে প্রতীক্ষা বাড়াননি রকিবুল। ৪৫ তম ওভারে বাঁ হাতি স্পিনর আরিফুলকে ২ ছক্কা,১ চার এ সহজেই দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন রকিবুল ।
ফতুল্লার এই ম্যাচে খেলাঘর দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ এবং তৃতীয় উইকেট জুটিতে ৫১ রানে মোহামেডানকে একটু বেকয়দায় ফেলে দিয়েছিল। তবে মোহামেডানের সাড়াঁশি বোলিং আক্রমনে শেষ ৪৫ রানে ৬ উইকেটের পতন ঘটায় চ্যালেঞ্জিং পুঁজি পায়নি খেলাঘর।
এদিকে চতুর্থ রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখেছে ব্রাদার্স। বিকেএসপি থ্রি তে দুই আন্ডারডগের ম্যাচে ১৯৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে ব্রাদার্স। বাঁ হাতি স্পিনার নিহাদুজ্জামানের মারাত্মক বোলিংয়ে ( ৪/২১) পারটেক্সকে ১০২ রানে অল আউট করে মাত্র ১৭.৫ ওভারেই জয় নিশ্চিত করে ব্রাদার্স।
এদিন বিকেএসপি ফোর এ সৌম্য,সাব্বির,রুবেলের অনুপস্থিতি মোটেও টের পায়নি প্রাইম ব্যাংক। হাওয়ায় উড়তে থাকা দলটিকে এদিন নির্ভরতা দিয়েছেন ওপেনার মেহেদী মারুফ। ২১,০ও৭ প্রথম তিন ইনিংসে নিজেও তৃপ্ত হতে পারেননি,অফিসিয়ালদেরও হতাশ করেছেন মেহেদী মারুফ। দলের নির্ভরযোগ্য ওপেনার সৌম্য এবং টপ অর্ডার সাব্বির চলে যাওয়ায় ব্যাটিংয়ে তাদের শুন্যস্থান পূরনের দায়িত্বটা নিয়েছেন মেহেদী মারুফ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি উদয়াপন করেছেন এদিন মেহেদী মারুফ ( ১০৩ বলে ১২ চার ২ ছক্কায় ১০১)। ফিফটিতে খেলেছেন তিনি ৫৮টি বল, পরবর্তী ফিফটিতে লেগেছে তার ৩৯টি বল। তার সেঞ্চুরিতে ভর করে ২৮৩/১০ স্কোরকে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ডান হাতি পেস বোলার আরিফুলের বোলিংয়ে ( ৩/১৪)। প্রাইম ব্যাংকের এটি টানা ৪র্থ জয়ের বিপরীতে ভিক্টোরিয়ার চতুর্থ হার ! গতবারের তৃতীয় স্থান অর্জনকারী শতবর্ষী এই ক্লাবটি এবার পয়েন্টের মুখই দেখেনি এখন পর্যন্ত।

স ং ক্ষি প্ত স্কো র
মোহামেডান-খেলাঘর
খেলাঘর সমাজকল্যান সমিতি : ১৮৯/১০ (৪৫.৪ ওভার), রবি ৬৩, অমিত মজুমদার ৫৩, কামরুল ইসলাম রাব্বী ২/২৮, আজিম ২/২৫, তাইজুল ২/৩৯, এনামুল জুনি. ৩/৩৩, সামছুর রহমান শুভ ১/৪২। মোহামেডান স্পোর্টিং : ১৯০/৬ (৪৪.৫ ওভার), সৈকত আলী ২০, রনি তালুকদার ২৭, অভিনব মুকুন্দ ৩৫, রকিবুল ৭৬*, নাজমুস সাদত ১/২৯, তানভীর ১/২৬, রবি ৩/২০। ফল : মোহামেডান ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রকিবুল হাসান (মোহামেডন)।
ভিক্টোরিয়া-প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক : ২৮৩/১০ (৪৯.৫ ওভার), মেহেদী মারুফ ১০১, নাহিদুল ২৫, এস্বরন ৩৩, আসিফ ৩৭, সালমান ২৮, মুনীর ৩/৪৪, মইনুল ২/৩৬, রুবেল ২/৫৬, ইসলামুল ২/৪৯। ভিক্টোরিয়া : ১৫৩/১০ (৩৩.৫ ওভার), নাসিরুদ্দিন ফারুক ২৭, উত্তম সরকার ২৪, শফিউল হায়াত ৪২, মুনীর ২৫, আল আমিন ২/১৪, নাহিদুল ১/৩৭, নাজমুল ১/১৮, আল আমিন ১/১১, তাইবুর ১/২৮, আরিফুল ৩/১৪।
ফল : প্রাইম ব্যাংক ১৩০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মেহেদী মারুফ (প্রাইম ব্যাংক)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেহেদী

১ জুলাই, ২০২২
৫ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ