Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মেহেদী হত্যা মামলায় যুবলীগের কানা কুদ্দুস গ্রেফতার

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যার আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) বায়েজিদ বোস্তামী থানার সাংবাদিক পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সমর্থক কুদ্দুস নগরীতে ‘কানা কুদ্দুস’ নামে পরিচিত। ওসি মহসিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুদ্দুসকে গ্রেফতার করা হয়। কুদ্দুস বায়েজিদ বোস্তামী থানার তালিকাভুক্ত ১০ নম্বর সন্ত্রাসী ও যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাতে শের শাহ কলোনিতে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর যুবলীগের কর্মী মেহেদী হাসান বাদলকে। নিহত বাদলও মেয়র নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। হত্যাকা-ের পর মেহেদীর স্বজনরা দাবি করেছিলেন, স্থানীয় সন্ত্রাসী শফি, কুদ্দুস, সাদ্দাম ও তাদের অনুসারী সন্ত্রাসীরা মেহেদীকে হত্যা করেছে। এই ঘটনার কয়েকদিন পর নিহত মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদি বায়েজিদ থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে মেহেদী হত্যা মামলায় যুবলীগের কানা কুদ্দুস গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ