Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : বিসিক-এর সারাদেশব্যাপী বিভিন্ন সেক্টরে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের অংশ হিসেবে ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প পণ্যেও প্রসার ও প্রচারের লক্ষ্যে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আগামী ২ মে থেকে রাজশাহীতে শুরু হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে।
বিসিক-এর শিল্প সহায়ক কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মাহাবুবর রহমান জানান, ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প পণ্যেও প্রসার ও প্রচারের লক্ষ্যে রাজশাহী বিসিক শিল্পনগরীস্থ দক্ষতা উন্নয়ন কেন্দ্র মাঠে এই মেলার আয়োজন করা হবে। এই মেলাটিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন বিসিক-এর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আজাহারুল ইসলাম ও রাজশাহী চেমম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মোঃ মনিরুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ