Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদাপলি

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিরহ দহন
রওশন মতিন

আগুনের পাশে দীর্ঘ দহন, খরায় পোড়ে মন,
আগুন হাসে তিমির বিনাশী অমিতাভ স্বপ্ন চয়ন,
জাগর স্বপ্ন আড়ালেই কাঁদে, স্বপ্নের কিছু খাদ,
অগ্নিতে পুড়ে এই পোড়া মনে গড়েছে রাজপ্রাসাদ,
তবু তো দহন দুঃখতাড়িত সুখে গাঁথা বিরহ বয়ন,
সংবিধিমালা দুঃখবরণ, তবু ভাল লাগে কেন অগ্নি-নয়ন!

অশ্বারোহী
তানি হক

বিশিষ্ট চন্দ্রবৃক্ষের ঘ্রাণবেষ্টিত পাতার মত
পৃথিবীর বুকের কাছে পড়ে আছি, নিঃস্বর।
এক প্রকার বিষযুক্ত ফল মুখ দখল করে আছে
হঠাৎ মেঘ হতে ফসকে পরা এক টুকরো মঙ্গল স্ফুলিঙ্গ
সম্প্রসারণ করেছে ভূমি।  
বিদ্বেষীয় প্রেতফুল আয়নাতে সাজানো
অবলুপ্ত প্রশ্ন ক্রমশ গ্রাস করছে বোধের দেয়াল
আর সেই প্রহরে,
নির্মক্ষিক শান্ত সরবে ক্রমাগত
খুঁজে যাচ্ছি নূর-অশ্বারোহী
অতি কাক্সিক্ষত স্বর্ণাভ পারাবত।
স্বীকার করছি, অভিশাপের নৈঃশব্দ ভাঙতে
পারদর্শী নই। তাই আমার দৃষ্টিতে অদৃশ্যের তাবৎ
জটাময়ী নির্ঘুমতা।


রোদের পাঞ্জেরী
মোমিন মেহেদী

আলোর বিপরীতে অন্ধকার
হিজল তলায় আমাদের পা থাকলেও
ঘৃণা থাকে হিজড়াদের জন্য; নগণ্য
মানুষ হয়েও অসাধারণ হওয়ার অভিনয়ে
ব্যস্ত আমাদের দেহ।
ভালোবাসার রঙ থাকুক আর নাই বা থাকুক
থাকে কষ্টের রসদ সীমাহীন; থাকে বেদনার
রাশভারি রোদ; থাকে কলুষিত বর্তমান।

অতীতের রাস্তা দিয়ে এগিয়ে আসা সর্বনাশকে
প্রতিরোধ করতে পারুক আর না পারুক
অসংখ্য সর্বনাশের জন্ম দিতে তৈরি রাজনৈতিক ভ্রুণ।

দু’জনের ডিম্ব থলিতে থাকে কালোর আবাদ
থাকে কষ্টের রিবন; থাকে কালের রঙ্গলীলা
থাকে কংশ বণিকের রাত; এর বাইরে বেরুতে
হবে আজ; জাগতে হবে বিন¤্র ভালোবাসায়-
শ্রদ্ধায়-চেতনায় আরো একবার।

যাতে করে রোদ আসে
আলো আসে; স্বেচ্ছা শ্রমের টানে।
যাতে তীর গড়ার রঙিন নেশায় আরো
একধাপ এগিয়ে যেতে পারে রোদের পাঞ্জেরী...

অরণ্যে রোদন
হাসান আল মাহমুদ

পশ্চিমাদের গেলানো প্রেস্ক্রিপশনে
জন্মনিরোধের ট্যাবলেট ইচ্ছা কি
অনিচ্ছায় ঢুকে পড়ে
উচ্চশিক্ষিতা নারীর মমত্বে।
প্রতিক্রিয়ায় নারী বিবাহ ও
সন্তানের প্রতি বিদ্বেষী হতে হতে
পদকে পদকে ভরে ওঠে তার আবাসিক রুম।
যৌবনার জলে খরা লেগে
অনুর্বর বার্ধক্যে তার
বিবসনা হয় দিব্যি চক্ষু।
জন্মগত মাতৃত্বের গিটারে
সকরুণ হাহাকার তুলে
জরায়ু তার চিৎকার করে,
ফিরিয়ে নাও তোমাদের দেয়া
আমার সকল শিক্ষাসনদ
অজ¯্র সংবর্ধনা আর যন্ত্রণার পদক!
বিনিময়ে আমায় মা বলে ডাকার
একটি সন্তান দাও
শুধু একটি সন্তান-
অরণ্যে রোদনে তার এভাবেই আয়ু
টুইন টাওয়ারের মত চুর হতে থাকে।



 

Show all comments
  • হাসান আল মাহমুদ ৪ মার্চ, ২০১৬, ৪:৪০ পিএম says : 0
    অনেক ধন্যবাদ সম্পাদক সাহেবকে আমার কবিতাটি প্রকাশ করার জন্য।ফেসবুকে এ্যাড হতে চাই আপনার প্রিয় সম্পাদক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদাপলি

৪ মার্চ, ২০১৬
আরও পড়ুন