মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি মোতায়েন স্থলে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী থাড প্রতিরক্ষা সিস্টেমের যন্ত্রাংশ নিয়ে যাওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রত্যাশিত সময়ের আগেই গতকাল বুধবার একাজ শুরু করার পর স্থানীয় কয়েকশত বাসিন্দা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আসছে ৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী মুন জায়ে-ইনও এ তৎপরতার নিন্দা জানিয়েছেন। তার এক মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে জনগণের মতামত ও যথাযথ প্রক্রিয়াকে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুন এবং পরবর্তী প্রশাসন দায়িত্বভার গ্রহণ করে তাদের নীতি নির্ধারণ না করা পর্যন্ত এই মোতায়েন প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় গত বছর যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অ্যালটিটুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতায়েনে সম্মত হয় দক্ষিণ কোরিয়া। অগ্রসর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে তেমন অবদান রাখতে পারবে না বরং ওই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য বিনষ্ট করবে অভিযোগ করে এতে আপত্তি তোলে ক্ষুব্ধ চীন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাডের কিছু উপাদান দেশের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় পাঠানো হচ্ছে যেখানে এক সময় একটি গল্ফ কোর্স ছিল। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র থাড সিস্টেমকে প্রাথমিকভাবে অভিযানে সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।