নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড টেস্ট দলে পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মার্ক উড। তবে চোটের জন্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না ডুরহামের এই পেসার। ২০১৫ সালে অভিষেকের পর এ পর্যন্ত খেলেছেন মোটে ১১ ওয়ানডে। সম্প্রতি গোড়ালির অস্ত্রোপচার শেষে সেরে উঠে মাঠে ফিরেছেন এই মৌসুমেই। এসেই পেলেন দারুণ এক খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে ঠাঁই মিলেছে উডের। শুধু তাই নয়, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও আছেন এই পেসার।
ঘরের মাঠে বসবে এবারের আসর। শিরোপাটা তাই ঘরে রাখতে চাইবে ইংল্যান্ড। সেই লক্ষ্যেই হয়তো এগোচ্ছে স্বাগতিকরা। গড়ার চেষ্টার করেছে সেরা দলটাই। ইংলিশদের নেতৃত্বে থাকছেন ওয়েন মরগানই। তবে দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে না পেসার স্টিভেন ফিনের। তাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন জেইক বল। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারা বাঁহাতি পেসার ডেভিড উইলি ফিরেছেন দলে।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের দলে আছেন ফিন। ১৪ সদস্যের সেই দলে তার সঙ্গী বেন ডাকেট। আইপিএলে খেলার জন্য এই সিরিজে খেলা হবে না বেন স্টোকস, ক্রিস ওকস ও জস বাটলারের। ভারত থেকে দেশে ফিরে খেলবেন ওয়েন মর্গ্যান, জেসন রয় ও স্যাম বিলিংস। ঘোষিত এই স্কোয়াড নিয়ে ইংল্যান্ড দলের নির্বাচক জেমস হোয়াইটেকার বলেন, ‘গত ১৮ মাসে সাদা বলে আমরা অনেক উন্নতি করেছি। এই স্কোয়াড নির্বাচন করা হয়েছে ধারাবাহিকতা বিচার করেই। নজর রাখা হয়েছে শৃঙ্খলার বিষয়টিও। উড ও উইলি ভালো খেলেই দলে সুযোগ পেয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ইংল্যান্ড দল : ওয়েন মর্গ্যান (ইংল্যান্ড), মইন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
আয়ারল্যান্ড সিরিজের ইংল্যান্ড দল : ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, বেন ডাকেট, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, মার্ক উড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।