নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বদলে যাওয়া আইপিএল ফিরছে পুরনো ঘরানায়। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসর থেকে ম্যাচগুলো মাঠে গড়াবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বোর্ডের অন্তর্ভুক্ত রাজ্যগুলোকে বিষয়টি জানিয়ে দিয়েছেন, ‘ছেলেদের আইপিএলের পরের মৌসুম হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ফিরে যাবে। যেখানে ১০ দল তাদের নির্ধারিত ভেন্যুতে হোম ম্যাচ খেলবে।’ কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যু দুবাই, শারজাহ ও আবি ধাবির দর্শকশূন্য স্টেডিয়ামে। পরের আসরে টুর্নামেন্টটি ভারতে ফিরলেও পুরোটা হতে পারেনি সেখানে। দলগুলোতে করোনাভাইরাস হানা দেওয়ার আগে প্রথম ভাগ হয় দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই ও চেন্নাইয়ে। পরে তা সরিয়ে নেওয়া হয় আমিরাতে। ২০২২ সালের আসর পুরোটাই হয় ভারতে। তবে ছিল না হোম ও অ্যাওয়ে ম্যাচ। এখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তাই পুরনো চেহারায় ফিরতে যাচ্ছে আইপিএলও। যেখানে দলগুলো হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। এছাড়া মেয়েদের আইপিএল আয়োজনেরও পরিকল্পনা করছে বিসিসিআই। আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্টের প্রথম আসর। ধারণা করা হচ্ছে, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে হবে প্রতিযোগিতাটি। সঙ্গে মেয়েদের অনূর্ধ্ব-১৫ পর্যায়ের একটি ওয়ানডে টুর্নামেন্টও চালু হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ। উদ্বোধনী আসরটি আগামী ২৬ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।