Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামকে ‘ভিক্ষুকমুক্ত’ করার ঘোষণা

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ‘ভিক্ষুকমুক্ত’ করার ঘোষণা দিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। গতকাল (সোমবার) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন তারা।
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, সকল মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়। যারা ভিক্ষাবৃত্তিতে এসেছে তারা কোন না কোনভাবে অসহায়। কেউ শারীরিক প্রতিবন্ধী হয়ে ভিক্ষাবৃত্তি করে, কেউ পরিবারের সহায়-সম্বল হারিয়ে এ পেশায় জড়িত রয়েছে। তাদের পুনর্বাসন করে আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, সরকারের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলা ও মহানগরীর সকল থানাকে ‘ভিক্ষুকমুক্ত’ করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে ভিক্ষুকদের একটি পরিসংখ্যান পাওয়া গেছে। তাদের কিভাবে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে পুনর্বাসন করা যায় সে লক্ষ্যে একটি সময়োপযোগী কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ভিক্ষুকদের ডাটাবেইজ তৈরি করতে চলতি মাসের মধ্যে উপজেলা/থানা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে ভিক্ষুকদের পরিসংখ্যান সংগ্রহ, কর্মসূচি প্রণয়ন ও জুন মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধি ও বিভিন্ন এনজিও সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম জেলাকে ভিক্ষুক মুক্ত করা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আবছার, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ