বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ২২তম মৃতুব্যবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা গতকাল (শনিবার) নগরীর মুসলিম হলে অনুষ্ঠিত হয়। গাউসিয়া সমিতি বাংলাদেশের উদ্যোগে সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশিন পীরে তরিকত শাহসূফি আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন। উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। স্মরণসভায় বক্তারা বলেন, সত্যিকার হক্কানি ওলামা-মাশায়েখগণ জাতির বিবেক ও দিশারী। অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) ইসলামের মূল দর্শন সুন্নিয়ত প্রচার এবং দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে গেছেন।
স্মরণসভায় অতিথি ও আলোচক ছিলেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন, শায়খুল হাদিস আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, গবেষক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ, ছোবহানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ, আহলে সুন্নাত ইমাম সংস্থার সভাপতি আল্লামা শাহ্ নূর মোহাম্মদ আলকাদেরী, রাজনীতিবিদ কাযী মাওলানা সোলাইমান চৌধুরী, আল্লামা হাফেজ রুহুল আমিন, পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্ প্রমুখ। পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।