Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ইব্রাহিম আলি খানের পেছনে লেগেছেন কেআরকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

এইতো কয়েকদিন আগে অভিনেতা কামাল আর খান ওরফে কেআরকে সালমান খানের সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ মেটাবার চেষ্টা করেছেন সামাজিক মাধ্যমে। তবে বিরূপ মন্তব্য করে সংবাদ শিরোনামে থাকার আদত তার আর গেল না। এবার তিনি লেগেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানে পিছে। গুজব রটেছে ইব্রাহিম শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির সঙ্গে ডেট করছেন। আর সেটিই হল কেআরকে’র নতুন মেতে থাকার বিষয়। কয়েকদিন থেকে গুজব চলছে ইব্রাহিম পলকের সঙ্গে ডেট করছেন। তারা দুজন এক গাড়িতে করে ভ্রমণ করছেন এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ছবিতে ‘বিজলি বিজলি’ মিউজিক ভিডিওখ্যাত অভিনেত্রীকে মুখ লুকাতে দেখা যায়। তবে তাতে তাকে চিনতে খুব অসুবিধা হয়নি। আর এতেই সুযোগ পেয়ে গেলেন তথাকথিত সমালোচক কেআরকে, আর এক্ষেত্রে ইব্রাহিমের বাবা সাইফকেও তিনি জড়িয়েছেন। কেআরকে টুইট করেন, “আলি ইব্রাহিম খান পলক তিওয়ারির সঙ্গে ডেটে গেছে। কোথায় পলক আর কোথায় আলি। ছেলে একবারে সাইফ আলি খানকেই অনুসরণ করছে।” এটা যদি নির্দয় মন্তব্য হয় তাহলে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের সারোগেসিতে সন্তান নেবার বিষয়টি আরও নিষ্ঠুর বলা যায়। কেআরকে প্রিয়াঙ্কা-নিকের সারোগেসিতে সন্তান নেয়া নিয়ে লিখেছেন, “দত্তক নেয়া আর সারোগেসির মাধ্যমে সন্তান নেয়া একই আর অভিন্ন। শুধু একজন মাই নয় মাস ভ্রুণকে গর্ভে ধারণ করে রাখে। যদি ধনবানরা মায়ের কাছ থেকে এমন করে সন্তান নিয়ে নেয় তাহলে তা দত্তক নেয়ার চেয়ে আলাদা নয়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার ইব্রাহিম আলি খানের পেছনে লেগেছেন কেআরকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ