Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসার জন্য ভারতে গেছেন প্রবীর মিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে হাঁট ও শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। এজন্য হাঁটাচলা করতেও তার কষ্ট হয়। গত ৩ ফেব্রুয়ারি তিনি চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন জানিয়েছেন, প্রবীর মিত্রর বোনসহ অনেক আত্মীয় ভারতে থাকেন। তাদের সঙ্গে দেখা ও চেকআপের জন্য ভারত গিয়েছেন। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়ে চেকআপে আছেন। প্রবীর মিত্র দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বয়সজনিত সমস্যা ছাড়াও হাঁটুর অসুখে ভুগছেন ৮১ বছর বয়সী বরেণ্য এ অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রবীর মিত্র লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। পরবর্তী সময়ে পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করে গেছেন। অভিনয়ের বাইরে প্রবীর মিত্র ষাট দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন, ছিলেন অধিনায়ক। একই সময় তিনি ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন ফায়ার সার্ভিসের হয়ে। এ ছাড়া কামাল ¯েপার্টিংয়ের হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসার জন্য ভারতে গেছেন প্রবীর মিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ