নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ন্যু ক্যাম্পে সর্বশেষ পিএসজি ম্যাচের কথা নিশ্চয় ভুলে যাননি। প্যারিসে ৪-০ গোলে হারের পর সেদিন ইউরোপিয়ান ফুটবলে প্রত্যবর্তনের রেকর্ড গড়ে ৬-১ গোলে জিতেছিল বার্সেলোনা। আবারো একই পরিস্থিতির মুখোমুখি লুইস এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হার। আসরে টিকে থাকতে এবার তাই প্রত্যাবর্তনের আরেক ইতিহাস গড়তে হবে মেসি-নেইমার-সুয়ারেজদের।
কিন্তু ইতিহাস কি আর চাইলেই গড়া সম্ভব? কিন্তু প্রতিপক্ষের নাম যে জুভেন্টাস। বিশ্বের সেরা রক্ষণ ভাবা হয় যাদের। খেলাটা নিজেদের মাঠে হলেও কাজটা তাই মুখে বলা যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। সেটা ভালোই জানেন এনরিকে। শিষ্যদের কানে তাই জপে দিয়েছেন একটিই মন্ত্র, ‘আক্রমণ, আক্রমণ আর আক্রমণ। এরপর নতুন উদ্যোমে আবারো শুরু কর আক্রমণ।’
ম্যাচ অতিরিক্ত সময়ে নিতেও করতে হবে তিন গোল। এর মধ্যে জুভেন্টাস একটি গোল দিলেই হিসাব বেড়ে দাঁড়াবে পাঁচ গোলে! এনরিকে সে হিসাবও করে রেখেছেন, ‘পিএসজি ম্যাচের সাথে এ ম্যাচের কিছুটা সাদৃশ্য আছে। আমাদের বেশ কিছু গোল করতে হবেÑ ন্যুনতম চার গোল, সমতা গড়তেই করতে হবে তিনটি। তবে জুভেন্টাসেরও তো গোলের সুযোগ আছে। আমাদের লক্ষ্য তাই পাঁচ গোল।’
জয় পরাজয়ের প্রশ্নে আগে থেকেই বিশ্বাস হারাচ্ছেন না এনরিকের শিষ্যরাও। পিএসজি ম্যাচের নায়ক নেইমারের বিশ্বাস ঘুরে দাঁড়ানো সম্ভব, ‘যদি সবকিছু ঠিকমতো হয় তাহলে আরো একবার ঘুরে দাঁড়ানো হবে। দলের ওপর এবং দলের সম্ভবনা নিয়ে আমাদের বিশ্বাস আছে।’ তবে জুভেন্টাসকেও সমীহ করতে ভোলেননি ব্রাজিলিয়ান তারকা, ‘জুভেন্টাস দারুণ একটা দল। তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
ওদিকে প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় নিজেদের কাজের অর্ধেকটা সেরে রেখেছেন বলে জানিয়েছেন জুভেন্টাস ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি, ‘অর্ধেক কাজ আমরা সেরে রেখেছি। এখন আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। তবে একটি গোল করতে পারলে আমরা বাড়তি সুবিধা পাব। কোনো ভয় ছাড়াই আমাদের খেলতে হবে।’ সতর্ক মেসির আর্জেন্টাইন সতীর্থ ও জুভা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনও, ‘পিএসজির বিপক্ষে বার্সেলোনা দেখিয়েছে তারা মিরাকল ঘটাতে পারে। তাই আমাদের মাটিতে পা রাখতে হবে।’
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দুশ্চিন্তা একটাই, প্রথম লেগের নায়ক পাওলো দিবালাকে নিয়ে। লিগে নিজেদের শেষ ম্যাচে পেসকারার বিপক্ষে ২-০ গোলে জয়ের দিন পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বার্সার জালে সেদিন একাই দুই গোল করেছিলেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার।
খেলোয়াড় নিয়ে দুশ্চিন্তা আছে এনরিকেরও। এমনিতেই রক্ষণ নিয়েই তার সবচেয়ে বড় দুশ্চিতা। শেষ পাঁচ ম্যাচে হার দুটিতে। লিগে শেষ ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ৩-২ গোলে জয়ের দিনেও রক্ষণ দুর্বলতা ছিল চোখে পড়ার মত। এরই মধ্যে চেটের কারণে নেই ডিফেন্ডার অ্যালেক্স ভিদাল। মাঝ মাঠও দুশ্চিন্তামুক্ত নয়। মিডফিল্ডে পাওয়া যাবে না রাফিনহোকে। আর্দা তুরান, মাচেরানো ও ম্যাথিউকে নিয়েও আছে অনিশ্চয়তা। নেইমার-সুয়ারেজ-পিকে-রাকিটিচরা আছেন নিষেধাজ্ঞার অপেক্ষায়। এদিন হলুদ কার্ড ফেলেই পরের ম্যাচের জন্য হবেন নিষিদ্ধ। কিন্তু পরের ম্যাচের হিসাব আপাতত বাদ। এই ম্যাচ পার হয়ে তবেই না সেই চিন্তা।
একই রাতে নির্ভার হয়েই মাঠে নামবে মোনাকো। নিজেদোর মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে থেকেই মাঠে নামবে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।