বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় পোল্ট্রি ফার্মে মুরগী রক্ষার জন্য পশু মারার বৈদ্যুতিক ফাঁদে দুই বছর সাত মাস বয়সের হারুন রশিদ রায়হান নামের নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে মধ্যম পাড়া এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা রাশেদুল ইসলাম এ ব্যাপারে জানান, তার পাশ্ববর্তী এলাকার বাসিন্দা মো. মোরশেদ এবং মো. রুবেলের যৌথ মালিকানায় একটা পোল্ট্রি ফার্ম রয়েছে। ফার্মের মুরগী বন্য পশুদের থেকে রক্ষার জন্য রাতে ফার্মের চর্তুদিকে বৈদ্যুদিক ফাঁদ দেয়া থাকে এবং সকালে এ ফাঁদ খুলে নেওয়া হয়। কিন্তু তারা আজকে এ ফাঁদ না খোলার কারণে তার শিশু সেখানে খেলতে গিয়ে বৈদ্যুতিক শর্টে মারা গেছে।
এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করেনি। তবে পুলিশ বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।