Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি!

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইংল্যান্ড-বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পয়লা জুন পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূলমঞ্চে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ার দুই জায়ান্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। গতকাল দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলব। এর আগে ইংল্যান্ডে দশদিনের ক্যাম্প করবো। সেখানেও দুটি ৫০ ওভারের ম্যাচ খেলব। একটি এসেক্সের বিপক্ষে। আয়ারল্যান্ডে আমরা চারটি ম্যাচ খেলার সুযোগ পাবো। সেখান থেকে আমরা যাবো চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে। ওখানে খেলার আগে আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবো।’
২০০৬ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দশ বছর পর আবারও মাশরাফি বিন মুর্তজার হাত ধরে মাঠে নামবে টাইগাররা। মূলমঞ্চে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। ২৪ মে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডে উড়াল দেবে মাশরাফির দল। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাতদিন সময় পাবে বাংলাদেশ। এরই মধ্যে যেকোনো দুই দিন ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে মুশফিক, মাহমুদউল্লাহরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ