Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফকিরেরপুলের স্বেচ্ছা অবনমন!

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্বেচ্ছায় অবনমনে গেল ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব। গেল মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) শিরোপা জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছিল ফকিরেরপুলের ঐতিহ্যবাহী দলটি। কিন্তু না, আসন্ন মৌসুমে বিপিএলে খেলা হচ্ছে না ফকিরেরপুলের। তাদের আবদার অনুযায়ী লিগ চ্যাম্পিয়ন হয়েও বিসিএলে খেলতে হচ্ছে দলটিকে। নিজেদের তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় আসন্ন মৌসুমে ভালো মানের দল গড়তে পারছে না ফকিরেরপুল। তাই এই ক্লাবের কর্তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আবেদন করেছিল বিপিএলে নয়, আসন্ন মৌসুমে বিসিএলে খেলতে চায় তারা! তাদের এমন অদ্ভুত আবদার মেনে নিয়েছে বাফুফে। গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত হয় আগামী মৌসুমে ফকিরেরপুল বিসিএলেই খেলবে। শুধু তাই নয়, প্রমোশন বাইন্ডিংয়ের আওতাভুক্ত এই ক্লাবের ১১ ফুটবলারকে ‘মুক্ত খেলোয়াড়’ হিসেবে গণ্য করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। দেশের ফুটবল ইতিহাসে যা বিরল ঘটনা। আসন্ন মৌসুমে ফকিরেরপুল বিপিএলে না খেললে ১২ দল নিয়েই মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ