Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশের অবনমন

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ফুটবল খেলুড়ে দেশগুলোর জন্য মে মাসের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত এবারের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। বর্তমানে ১৭৮ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল। অবশ্য বাংলাদেশের রেটিং পয়েন্ট পূর্বের মতোই রয়েছে; ৮৭। সাফভুক্ত দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে মালদ্বীপ (১৬০)। ভারত দ্বিতীয় স্থানে (১৬২)। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এরপর যথাক্রমে রয়েছে- নেপাল (১৮০), ভুটান (১৮৬), শ্রীলঙ্কা (১৮৭) এবং পাকিস্তান (১৯০)।
নতুন র‌্যাঙ্কিংয়ে পূর্বের শীর্ষ ৫৩টি স্থান অপরিবর্তিতই রয়েছে। ৫৪তম স্থানে পরিবর্তন ঘটিয়েছে দক্ষিণ কোরিয়ানরা। ২ ধাপ উন্নতিতে এই অবস্থানে উঠে এসেছে তারা। দক্ষিণ কোরিয়াকে ওপরে ওঠার পথ করে দিয়ে এক ধাপ করে নিচে নেমে গেছে জ্যামাইকা ও সার্বিয়া। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ স্থান দখল করে রেখেছে যথাক্রমে- আর্জেন্টিনা, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, জার্মানি, স্পেন, ব্রাজিল, পর্তুগাল, উরুগুয়ে ও ইংল্যান্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের অবনমন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ