Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার লিগ না অবনমন আবাহনীর?

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রায় সপ্তাহ খানেক পর আবারো মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের লিগের অষ্টম রাউন্ড। সাত রাউন্ড শেষে এখনো কোনো দলই সুপার সিক্সের খেলা নিশ্চিত করতে পারেনি। তবে সুপার লিগে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। আজ দোলেশ্বররে সামনে কলাবাগান একাডেমি। যারা কিনা সপ্তম রাউন্ডের ম্যাচে শক্তিশালী আবাহনীকে হারিয়ে লিগে প্রথম অঘটনের জন্ম দিয়েছে। তাই কলাবাগান একাডেমির বিপক্ষে দারুণ সতর্ক দোলেশ্বর। এই দলটিতে খেলছেন জাতীয় দলের ডানহাতি স্পিন অলরাউন্ডার নাসির হোসেন। আজ ফতুল্লা স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির (সিএ) মুখোমুখি হবে দোলেশ্বর। যদিও মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে অবস্থান করছে মাহমুদুল হাসান লিমনের দল। তবুও কলাবাগান একাডেমিকেও সমীহের চোখে দেখছেন নাসির। নিজেদের আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছেন বলে জানিয়েছেন প্রাইম দোলেশ্বরের তারকা ব্যাটসম্যান নাসির। গতকাল মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেন, ‘কালকের (আজ) ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিগে যারা এগিয়ে থাকবে তাদের সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া একটু সহজ হয়ে যায়। এই পয়েন্টগুলো যেহেতু কাজে লাগে। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’ নিজের পারফরম্যান্সে কতটুকু সন্তুষ্ট? এমন প্রশ্নে নাসির বলেন, ‘আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য। যতটুকু আমার সামর্থ্য আছে বোলিং-ব্যাটিং যেটাই বলেন না কেনও সেটা করার চেষ্টা করছি। নিজের পারফরম্যান্সে খুব বেশি খুশি না, মোটামুটি খুশি। আরও ভালো করার সুযোগ ছিল। পরের ম্যাচে তা করার চেষ্টা করবো।’
এই মৌসুমে গরমে কোনও সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নে নাসির বলেন, ‘আসলে গরমে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর যেহেতু এক মাস হয়ে গেলো খেলা শুরু হয়েছে, এখন আর তেমন সমস্যা হচ্ছে না। মূল ব্যাপারটা হচ্ছে বিশ্রাম। আপনি যদি সঠিক নিয়মে বিশ্রাম নেন, তাহলে গরম তেমন কোনও সমস্যা না।’
আজ বিগ ম্যাচে বিকেএসপিতে লড়বে আবাহনী লিমিটেড ও গাজী গ্রæপ ক্রিকেটার্স। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা আবাহনীর আজ রেলিগেশন এড়ানোর ম্যাচ। আর আজ জিতলেই সুপার লিগ নিশ্চিত হবে ৫ নম্বরে থাকা গাজী গ্রæপ ক্রিকেটার্সের। গত ম্যাচে কলাবাগান একাডেমির কাছে হেরে যাওয়া আবাহনীর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইও এটি। টানা ৩ ম্যাচে হারের পর জয়ের জন্যই মুখিয়ে থাকবে তামীমের দল, বলা বাহুল্য। তবে সেই কাজটি যে সহজ হতে দেবেনা কাপালী-শরীফদের গাজী ক্রিকেটার্স, সেটিও বলে দেয়া লাগেনা।
আজ আবাহনীর শক্তি বাড়াতে দলে যোগ দিচ্ছে আরেক ভারতীয় রিক্রুট রজত ভাটিয়া। আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের প্লে-অফ বাঁধা থেকে ছিটকে যাওয়ার ফলে সুযোগ পাচ্ছেন গতবারও আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটার। আরেক ভারতীয় ক্রিকেটার তিওয়ারির বদলি হিসেবে মাঠে নামবেন তিনি। তবে আসরের বাকি সব কয়টি ম্যাচে গতবারও দলের হয়ে খেলা এই ভারতীয়কে পাচ্ছে না আবাহনী। কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ভাটিয়া ইতিমধ্যে চুক্তিবদ্ধ হওয়ার ফলে দুটি ম্যাচ খেলতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আমরা তাকে দলে পেয়ে আনন্দিত। আমরা তাকে আসরের বাকি ম্যাচগুলোতে পেলে আরো বেশি আনন্দিত হতাম। তবে কাউন্টিতে খেলার কথা থাকার জন্য সে আবাহনীর হয়ে শুধু দু’টি ম্যাচেই মাঠে নামবে।’
অন্যদিকে, উদীয়মান ক্রিকেটার মিঠুন মানহাস যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ একাধিক দল দিল্লী ডেয়ারডেভিলস, চেন্নাই সুপার কিংস, পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন, তিনি যোগ দিতে যাচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এই তারকা ক্রিকেটার চলতি আসরের আইপিএলের প্লেয়ার ড্রাফটে থাকলেও শেষ পর্যন্ত আর খেলার সুযোগ হয়নি। তাই ডিপিএল মাতাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে মিঠুন মানহাস যোগ দিচ্ছেন আসরের বাকি ম্যাচগুলোতে ক্লাবটির হয়ে মাঠে নামার লক্ষ্য নিয়ে। আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শীর্ষস্থানধারী দলটির মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার লিগ না অবনমন আবাহনীর?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ