Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে এক নারীসহ দুই শিশু নিখোঁজ

পরিবারে শোকের মাতম

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা থেকে এক নারী ও দুই শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে শৈলকুপার শেখড়া গ্রামের আলামিনের স্ত্রী লাকি বেগম (৪০) ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামের আবু তাহেরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলে হাসিবুর রহমান সাগর (১৩) ও একই গ্রামের মোস্তফার ছেলে সবুজ হোসেন (১২) গত ১৩ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ থাকা ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, শৈলকুপার শেখড়া গ্রামের লাকি বেগম গত ২৩ মার্চ থেকে পাওয়া যাচ্ছে না। লাকি বেগমের স্বামী আলামিন জানান, নিখোঁজ হওয়ার দুই দিন পর ঢাকার নবীনগর (সাভার) থেকে নিজেকে মৌলি খাতুন পরিচয় দিয়ে এক মহিলা ০১৯২১৮৭৮৩৫১ নাম্বার মোবাইল থেকে তার কাছে ফোন করে। কথিত মৌলি জানায়, লাকি বেগম নাকি তার হেফাজতে রয়েছে। আলামিন ও তার আত্মীয়-স্বজনরা মৌলির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে, কিন্তু কথিত মৌলি তার ঠিকানা দিতে অস্বীকৃতি জানায়। কিছুদিন পর থেকে ০১৯২১৮৭৮৩৫১ নাম্বারের মোবাইলটি বন্ধ হয়ে যায়। বহু জায়গায় খোঁজাখুঁজির পর গত ৩ এপ্রিল তারা শৈলকুপা থানায় একটি জিডি করেন বলে জানান লাকি বেগমের স্বামী আলামিন। জিডি নং-১১২, তাং ৩/৪/১৭ ইং। লাকি বেগমের কেউ সন্ধান পেলে ০১৯২৩৮৫৮০৭৩ নাম্বারের মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামের আবু তাহেরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলে হাসিবুর রহমান সাগর ও একই গ্রামের মোস্তফার ছেলে সবুজ হোসেন ১৩ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হাসিবুর রহমান সাগরের মা নাসিমা বেগম জানান, সকালে তার ছেলেকে স্কুলে যাওয়ার কথা বললে পাশের বাড়ির সবুজের সাথে কোথায় যেন চলে যায়। এরপর থেকে দুইজন নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তারা জানতে পারে ঢাকার আশুলিয়া এলাকার জনৈক বজলুর রহমানের কাছে তারা গেছে। বজলুর রহমানের ০১৯২০-১০৩৩০০ নাম্বারের মোবাইলে তারা কথাও বলেছেন বলে নাসিমা বেগম জানান। বিষয়টি নিয়ে আশুলিয়া এলাকার জনৈক বজলুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমার কাছে আসবে বলে সবুজ ফোন করেছিলো। কিন্তু তারা আজো আসেনি। তিনি আরো জানান, নিখোঁজ সবুজের এক ভাই তার ওখানে কাজ করার সূত্র ধরে তাদের সাথে পরিচয়। নিখোঁজ সাগরের ভাই সাইফুল ইসলাম জানান, খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত থাকায় তারা এ বিষয়ে এখনো কোন জিডি করেননি। আজ-কালের মধ্যে জিডি করবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ