Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়ে শুরু শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মাশরাফিদের অনুসরণ করে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররাও হয়ে উঠছে অদম্য, গত বছর আইসিআরসি ক্রিকেট টুর্নামেন্টে জানিয়ে দিয়েছে তা বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী দল। ভারতও শ্রীলঙ্কাকে নিয়ে গতকাল থেকে শুরু হওয়া ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭০ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ স্কোর দাঁড় করায় ২১৮/৮। সহ-অধিনায়ক শাহরিয়া শামীম করেন সর্বোচ্চ ৭৮ রান। সুজন দেবনাথ করেন ৫৪ রান। জবাবটা দিতেই পারেনি শ্রীলঙ্কা। মোয়াজ্জেমের বোলিংয়ে (৩ উইকেট) মাত্র ৪৮ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শাহরিয়া শামিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএপিসি এর সভাপতি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিসিএপিসি’র উপদেষ্টা অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম এবং চ্যানেল ২৪ এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ