বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামে বৃহস্পতিবার রাতে এক বাড়ির ৫ জন সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের হরেন্দ্রনাথ ঘোষের বাড়ীর সবাই বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে পাটের মাঠে কাজ করতে যাওয়ার কথা থাকলেও না যাওয়ায় একই গ্রামের দিনবন্ধু মন্ডল বাড়িতে এসে দেখে সবার দরজা খোলা। সবাইকে ডাকাডাকি করলেও না উঠায় তার সন্দেহ হয়। দেখতে পান সবার মুখ দিয়ে লালা ঝড়ছে। পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় স্থানীয় ডাক্তার ডেকে গঙ্গাসাগর গ্রামের অক্ষয় ঘোষের ছেলে হরেন্দ্রনাথ ঘোষ (৭০), হরেন্দ্রনাথ ঘোষের ছেলে অরবিন্দু ঘোষ (৩৫), অঞ্জয় ঘোষ (৩০), অরবিন্দু ঘোষের স্ত্রী পুর্ণিমা রানী ঘোষ (৩০), অঞ্জয় ঘোষের স্ত্রী ঝুমুর ঘোষ (২২) কে চিকিৎসা প্রদান করা হয়। তাদেরকে বাড়ীতেই চিকিৎসা চলছে। অচেতনতা নাশক কিছু খাবারের সাথে মিশিয়ে বাড়ীর ঘর থেকে ৪টি স্বর্ণের চেইন, ৪টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের হাড়, এক জোড়া স্বর্ণের কানের দুল, এক জোড়া স্বর্ণ দিয়ে মোড়ানো শাখা নিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।