Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে চেয়ারম্যানের বাড়িতে দুঃসাহসিক চুরি নগদ ১১লাখটাকা, দশ ভরি স্বর্ণালংকার সহ ১৭ লাখ টাকা লুট

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৫:৪০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে হাতীবান্ধা ইউনিয়নের ৫ বা‌রের চেয়ারম‌্যান গিয়াস উ‌দ্দি‌নের বা‌ড়ি‌তে দু:সাহ‌সিক চু‌রির ঘটনা ঘটেছে । শনিবার(২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হাতিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।চেয়ারম্যানের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেয়ারম্যান ও তাঁর স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। গভীর রাতে দরজার কাছে থাকা সাবল দিয়ে দুষ্কৃতিকারীরা ঘরের বেড়া কেটে দরজার খিল খুলে ঘরে ঢুকে।তাঁরা নেশা জাতীয় স্প্রে করে গভীর ঘুমে আচ্ছন্ন করে চোরেরা ১০ভ‌রি স্বর্ণের গহনা ও নগদ ১১লাখ অর্থসহ ১৭লাখ টাকার মালামাল চু‌রি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ‍্যে আতঙ্ক বিরাজ করছে। সখিপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পিয়াস উদ্দিন জানান, এমন দুঃসাহসিক চুরির ঘটনা, তাও আবার আমার ঘরে, জীবনে প্রথম দেখলাম।সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল করিম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ