Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফসানা মিমির বিরুদ্ধে আইনি নোটিশ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র রান নির্মাণের সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন স্থাপনা ভাড়া বাবদ চার লাখ ৫২ হাজার টাকা পরিশোধ না করায় অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। গত মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী ও বিকেএসপির আইনবিষয়ক উপদেষ্টা মো. মুনজুর আলম ডাকযোগে রেজিস্ট্রি করে আফসানা মিমির ঠিকানায় এই নোটিশ পাঠান। আইনজীবী বলেন, অভিনেত্রী আফসানা মিমি তার প্রডাকশন হাউজ কৃষ্ণচ‚ড়া লিমিটেডের মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক রান চলচ্চিত্র নির্মাণকাজে ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত বিকেএসপির ২ নম্বর খেলার মাঠ, ড্রেসিং রুম, ড্রাইভিং প্যাড, সুইমিং পুল, লাইব্রেরি, ওয়েট জিম, ইনডোর ক্রিকেট ডোর, ক্যাফেটেরিয়া, ইন্টারন্যাশনাল হোস্টেলের আটটি কক্ষ, ভিআইপি কক্ষ ও ট্রেইনিজ হোস্টেলের ১০টি কক্ষ ব্যবহার করেন। এর বিল বাবদ চার লাখ ৫২ হাজার টাকা কৃষ্ণচ‚ড়ার কাছে বিকেএসপি পাওনা হয়। পাওনা টাকা চেয়ে আফসানা মিমিকে একাধিকবার লিখিতভাবে জানায় বিকেএসপি। এরপরও তিনি তা পরিশোধ করেননি। এ কারণে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অর্থ পরিশোধে আফসানা মিমিকে ৩০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, রান চলচ্চিত্রটি নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফসানা

২৯ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ