Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তির অপেক্ষায় আফসানা মিমি’র দুই সিনেমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

অভিনেত্রী ও নির্দেশক আফসানা মিমি অভিনীত দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পূণ্য’, অন্যটি ‘পাতালঘর’। ইতোমধ্যে ‘পাপপূণ্য’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে। আফসানা মিমি বলেন, ‘আমার জন্য পাপপূণ্য সিনেমায় অভিনয় করাটা ছিলো ভীষণ আনন্দের। কারণ, আমার খুব ইচ্ছে ছিলো চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করার। চঞ্চলেরও খুব ইচ্ছে ছিলো আমার সঙ্গে অভিনয় করার। পাপপূণ্য’তে আমাদের এই শখ মিটেছে। অন্যদিকে, সিয়ামের সঙ্গে আমি একটি নাটকে অভিনয় করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল, তাতে ভালো অভিনয় করতে পারিনি। পরবর্তীতে একদিন সিয়ামের সঙ্গে দেখা হলে তাকে বলি, আমাদের আরেকটি ভালো কাজ করতে হবে। তার পরই পাপপূণ্য’তে কাজ করার প্রস্তাব আসে। চাঁদপুরে কাজ করেছিলাম আমরা, বেশ ভালো কাজ করেছি। পাতাল ঘর’-এ অভিনয় করেছি রাজবাড়ির পাংশা’তে গিয়ে। নূর ইমরান মিঠুর কমলার রকেট সিনেমা দেখে ভালো লেগেছিল। মিঠু যখন আমাকে তার সিনেমায় কাজ করার কথা বলে তখন এই সিনেমায় কাজ করা হয়। প্রধান দু’টি চরিত্রে আমি আর নূসরাত ফারিয়া অভিনয় করেছি। মূলত আমাদের দু’জনের উপরই মূল গল্প। দুটো সিনেমা নিয়েই আমি ভীষণ আশাবাদী।’ এদিকে আফসানা মিমি জানান, আগামী বছর তিনি নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। আবার ওয়েব সিরিজে কাজ করার ব্যাপারেও কথা চলছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ