Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফসানা মিমির মিডিয়া বিষয়ক একাডেমির যাত্রা শুরু

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি তার বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে (বিএফটিএ)-এর আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছেন। অভিনয় বিষয়ক তিন মাসের বেসিক ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে গত ২৯ জুলাই থেকে একাডেমিটির যাত্রা শুরু হয়েছে। মিমি জানান, দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন শিল্পের উন্নয়ন ঘটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগের প্রয়োজন আছে। সে ভাবনা থেকেই প্র্রতিষ্ঠানটি চালু করেছি। অভিনয় বিষয়ক তিন মাসের বেসিক ওরিয়েন্টেশন কোর্সের বাইরেও এ বছরই অভিনয় বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স, এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে। এ ছাড়া ভিডিও সম্পাদনার কোর্স ছয় মাসের এডিটিং ফিলসফি অ্যান্ড টেকনিক, এক বছরের ফিল্মমেকিং কোর্স পর্যায়ক্রমে চালু হবে। বেসিক ওরিয়েন্টেশন কোর্স প্রসঙ্গে আফসানা মিমি বলেন, অভিনয় বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক পাঠ দেবে এ কোর্স। শিক্ষার্থীরা যারা অভিনয় সম্পর্কে জানতে চান তাদের জন্য এ কোর্স। ২য় ব্যাচের শিক্ষা কার্যক্রম চলতি বছরের ২৯ আগস্ট শুরু হবে। বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি, বর্তমান বাড়ি ৯৪, সড়ক ১, সেক্টর ১২, উত্তরা, এ ঠিকানায় অবস্থিত।
ছবি : মিমি-মিডিয়া।



 

Show all comments
  • abir ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৪ পিএম says : 0
    এক বছরের ফিল্মমেকিং details jante chai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফসানা মিমির মিডিয়া বিষয়ক একাডেমির যাত্রা শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ