Inqilab Logo

মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

ছোটবেলায় বুঝতাম না হাসি টক না মিষ্টি-আফসানা মিমি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০২ এএম

১৯৯০ সালে একটি টুথপেস্টের বিজ্ঞাপনে ভুবন মোহিনী হাসি দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী আফসানা মিমি। তার সেই হাসি তখন দর্শক মনে শিহরণ জাগায়। তারপর অভিনয় দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেন। সম্প্রতি একটি চ্যানেলের অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সেই হাসি প্রসঙ্গে মিমি বলেন, ১৯৯০ সালের ডিসেম্বরে বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর সবাই সেই হাসির প্রশংসা করে। সবাই বলে, বাহ! মেয়েটির হাসিটা তো বেশ মিষ্টি। সেই থেকে হাসিটা চিহ্নিত হয়ে যায়। তিনি বলেন, আমি জানি না, আমার এই হাসির রহস্য কী! ছোটবেলায় তো বুঝতাম না, হাসি মিষ্টি না টক। যখন প্রথম ঐ বিজ্ঞাপনে কাজ করি, তার আগ পর্যন্ত আমি কখনো নিজের হাসি দেখিনি। আমার চারপাশের মানুষরাও কখনো আবিষ্কার করেনি। বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর সবাই বলা শুরু করে মেয়েটির হাসিটা বেশ মিষ্টি। মিমি বলেন, আমি একজন অভিনয় শিল্পী। এ পরিচয় দিতেই ভালোবাসি। এছাড়া আমাকে একজন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীও বলা যেতে পারে। আমি যখন কোনো কাজ করি, তা যদি সফল হয় তাহলে সেটা আমাকে আনন্দ দেয়। আবার যখন অনেক মানুষের সঙ্গে বা প্রিয় মানুষদের সঙ্গে থাকি তাদের ভালোবাসা আমাদের আনন্দ দেয়। আর একইভাবে বিচ্ছেদ কিংবা কোনো ব্যর্থতা আমাদের কষ্ট দেয়। ১৯৯২ সালে মিমি ‘দিল’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন যদি আমাকে বলা হয় ওই সিনেমায়, বিশেষ করে গানে ভালো করেছি, তাহলে বলব অসম্ভব। এর কারণ হচ্ছে, আমার মধ্যে নাচের লেশমাত্র নেই, শরীরের মধ্যে রিদম সেন্স নেই। এমনকী কোনো অনুষ্ঠানে বন্ধু-বান্ধবরা যদি নাচ-গানের মধ্যেও থাকে, আমি সেখানেও কিছু পারি না। তিনি বলেন, দিল সিনেমার গানের শুটিংয়ের সময় আমার ভেতরে ভেতরে ভয় কাজ করছিল। আমি তো নাচই জানি না। আমাকে অনেকবার তা দেখিয়ে দিতে হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছোটবেলায় বুঝতাম না হাসি টক না মিষ্টি-আফসানা মিমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ