Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফসানা হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ ঢাকা পলি টেকনিক্যাল ইনস্টিটিউটের মেধাবী ছাত্রী ও ছাত্র ইউনিয়ন নেত্রী আফসানা ফেরদৌসী হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল শুক্রবার নেত্রকোনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
সকাল ১১টায় সাতপাইস্থ কমিউনিস্ট পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় জেলা শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মানববন্ধন চলাকালে আফসানা ফেরদৌসী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সঙ্গীতা সরকার, ছাত্র ইউনিয়ন নেত্রী তপতি শর্মা, সদস্য আওলাদ হোসেন রনি ও মিঠুন শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আফসানা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফসানা হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ