Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে -রেলমন্ত্রী

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, আ’লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন হওয়া। ১৯৯৬ থেকে ২০০১ ও ২০০৮ সাল থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ ক্ষমতায় এসে এদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে। দেশের টাকায় তৈরি হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। রেল, সড়ক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ সর্ব ক্ষেত্রেই আজ উন্নয়নের জোয়ার বইছে। জামায়াত বিএনপি ক্ষমতায় থাকাকালে সারের জন্য এ দেশের কৃষকদের জীবন দিতে হয়েছে। লুটপাটের কারণে অসংখ্য রেল ষ্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। আ’লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসে সারসহ কৃষি উপকরণ কৃষকের ক্রয় ক্ষমতার মাঝে নিয়ে আসে। যার ফলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বন্ধ হওয়া রেলষ্টেশনগুলো চালু করে এবং নতুন নতুন ইঞ্জিন, বগি ও লাইন নির্মাণ করে মানুষের যাতায়াতের সমস্যা লাঘব করা হয়েছে। সর্বোপরি শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা সকল ক্ষেত্রেই সফল হয়েছি।
তিনি গতকাল শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের ভাটবাড়ী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুজিবুল হক আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন রুটে ইতিমধ্যে রেলের নতুন নতুন বগি, ইঞ্জিন দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খন্দকার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ, মিঞা মোঃ নাছির উদ্দিন আহমদ, মাষ্টার ওয়ালী উল্যাহ, আলী আশ্রাফ, আনোয়ার হোসেন, মিয়া নিজাম উদ্দিন, জসিম উদ্দিন সর্দার, জহির উদ্দিন পিন্টু, শাহ আলম মেম্বার, হারুন-অর-রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ