Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণমাধ্যমের প্রতিটি দিনই এখন কালো-সাংবাদিক নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে প্রতিটি দিনই গণমাধ্যমের জন্য কালো দিবস। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই অনেক কালো দিবস জাতিকে উপহার দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতৃবৃন্দ এ কথা বলেন। ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব ইউনিয়ন কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহŸায়ক ও বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সহকারী মহাসচিব মোদাব্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নুরুল আমিন রোকন, ইনকিলাবের সহকারী সম্পাদক আবদুল আউয়াল ঠাকুর, ডিইউজের সহ-সভাপতি খুরশীদ আলম প্রমুখ।
রুহুল আমিন গাজী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মিডিয়া বন্ধ করে। দেশে এক দলীয় শাসন ব্যবস্থা চলছে, সরকার ভিন্নমত সহ্য করতে পারছে না। ভিন্নমত পোষণকারীদের গুলি করে হত্যা করা হচ্ছে। দেশ থেকে নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। এ সবের মানে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে। দেশে কথা বলার স্বাধীনতা নেই। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে।
এম. আব্দুল্লাহ বলেন, দেশে এখন প্রতিটি দিনই কালো দিবস। আওয়ামী লীগ যখনি ক্ষমতায় এসেছে অনেক কালো দিবস উপহার দিয়েছে। এ অবস্থা থেকে নিরসনের জন্য বিএফইউজে ও ডিইউজের আন্দোলন চলছে এবং চলবে। এই কালো দিবস থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহŸান জানান তিনি।
আব্দুল হাই শিকদার বলেন, দেশে গণমাধ্যমের পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশের গণমাধ্যমের যে পরিস্থিতি তাতে প্রতিটি দিন গণমাধ্যমের জন্য কালো দিবস। আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে চলে না। আওয়ামী লীগ এবং নির্বাচন পরস্পরের প্রতিপক্ষ, আওয়ামী লীগ এবং গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ, আওয়ামী লীগ এবং ব্যক্তি স্বাধীনতা পরস্পরের প্রতিপক্ষ। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণমাধ্যমের প্রতিটি দিনই এখন কালো-সাংবাদিক নেতৃবৃন্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ