পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাভার সেনানিবাসে আয়োজিত সিএমপি কোরের সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা পারমাণবিক ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ¦লবে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক মজবুত। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যাতে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলারও সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ৬-৭ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের সহযোগিতায় আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।