Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পান্তা উৎসবে ছিল না ইলিশ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব ১ বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ কে বরন করা হয়েছে। তবে বর্ষবরনের তালিকায় প্রত্যুষে পান্তা উৎসবে পান্তা ভাতের সানকিতে ছিল না ইলিশ মাছ। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরনের কর্মসূচীর মধ্যে ছিল শুক্রবার সকাল সাড়ে ৬ টায় পান্তা উৎসব, সাড়ে ৭ টায় বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা। এতে অংশ নেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীজন ও বিভিন্ন সংগঠন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে বর্ষবরনের গান এবং সবশেষে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা প্রতিযোগিতা। দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ষবরন সাংস্কৃতিক আনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশ বরেন্য শিল্পিবৃন্দ। এছাড়াও দৌলতপুর কলেজসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরন উৎসব পালিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ