Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আলীগঞ্জ চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নারায়ণগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কামরুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলীগঞ্জ ক্লাব। গতকাল ফাইনাল ম্যাচে তারা সাদমান ওমর স্মৃতি সংঘকে ৪ উইকেটে হারায়। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাদমান ওমর স্মৃতি সংঘ ৯ উইকেটে করে ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন আফ্রিদি। জবাবে স্বপ্ন (৪৩) ও নিহাতের (৩৯) ঝড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আলীগঞ্জ ক্লাব। বল হাতে ২ উইকেট এবং ব্যাটিংয়ে ৩৯ রান করায় ম্যাচ সেরার পুরস্কার পান নিহাত। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন আফ্রিদি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলার ইউএনও তাসমিন জামান বিনতে শেখ। এসময় উপস্থিত ছিলেন আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ কাউছার আহম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম ও অর্থ সম্পাদক হাজী আরিফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ