Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো (ছেলে ও মেয়ে) প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে ১৩টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক পেয়ে ৯৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয় দল। প্রতিযোগিতায় ২৯ পয়েন্ট পেয়ে রানার-আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ৮টি স্বর্ণ ও ২টি রৌপ্য নিয়ে সেরা সাঁতারু নির্বাচিত হন জাতীয় বিশ^বিদ্যালয়ের ক্রীড়াবিদ মো. জাহিদুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ