বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাবালিকা ১৬ বছরের প্রতিবন্ধী সাড়ে ৬ মাসের অন্তঃসত্ত্বার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার পদমপুর গ্রামের ভ্যানচালক মোকসেদ আলীর নাবালিকা শারীরিক প্রতিবন্ধী মর্জিনা বেগম (১৬)’র সাথে অবৈধভাবে মেলামেশা করার ফলে সাড়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে পাশর্^বর্তী নিয়ানপুর জয়ডাঙ্গী গ্রামরের সুভান’র ছেলে জামাল উদ্দীন’র বিরুদ্ধে।
ভিকটিমের পিতা মোকসেদ আলী ও মাতা রেহেনা সাংবাদিকদের জানান, লম্পট জামাল তাদের বাড়ীতে প্রতিদিন যাওয়া আসা করতো। নাবালিকা প্রতিবন্ধী কন্যার সরলতার সুযোগে তাকে ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক ধর্ষণ করে। ৫ এপ্রিল (বুধবার) হঠাৎ করে প্রতিবন্ধী মর্জিনার পেটে প্রচন্ড ব্যথা উঠে। এসময় তার পিতা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে পরীক্ষা করে দেখে, সে ২৬ সপ্তাহের গর্ভবর্তী। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায় প্রতিবন্ধী জামাল উদ্দীনের কথা স্বীকার করে। লম্পট জামাল উদ্দীন তার সর্বনাশ করেছে। এব্যাপারে প্রতিবেশি জোসেদসহ আরো অনেকে বলেন, জামাল প্রতিবন্ধী মেযেটির সর্বনাশ করেছে। এছাড়াও জামাল ওই গ্রামের লোকমান আলীর সংসারসহ আরো কয়েকটি সংসার ইতোমধ্যে নষ্ট করেছে। এব্যাপারে প্রতিবন্ধীর পিতা মোকসেদ আলী বাদী হয়ে জামাল উদ্দীনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে এবং ইতিমধ্যেই আসামিকে পুলিশ গ্রেফতার করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।