Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এম. আব্দুর রহিমের নামে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, দেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি এম. আব্দুর রহিমের নামে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২৯ মার্চের জারীকৃত এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়েছেন বলে জানান হাসপাতালের কর্মকর্তা আবুল কালাম আজাদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি এম. আব্দুর রহিম গত বছর ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। সে বছরের ৭ অক্টোবর এক নাগরিক শোক সভায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল তার নামে করার সর্বসম্মত প্রস্তাব নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাজে পেশ করা হয়। প্রধানমন্ত্রীর সম্মতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রজ্ঞাপন জারী করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নামকরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ